হোম > ছাপা সংস্করণ

জৈন্তাপুর উপজেলায় ৩৯ কোটি টাকা বরাদ্দ

বিশ্বনাথ প্রতিনিধি

নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের জন্য ৩৯ কোটি ৬ লাখ ৫৮ হাজার টাকা বিশ্বনাথ উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া গতকাল রোববার দুপুরের দিকে বিআরডিবি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিন প্রকল্প আনতে সাংসদ মোকাব্বির খানের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগও তোলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমির আলী। এর আগে চেয়ারম্যান নুনু মিয়াকে মোটরসাইকেল শোভাযাত্রা করে স্বাগত জানানো হয়।

এ সময় নুনু মিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আলোকিত বিশ্বনাথ গড়ার। তাই নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলাবাসীর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগ করে এই বিশাল প্রকল্প নিয়ে এসেছি।’

চেয়ারম্যান নুনু মিয়া আরও বলেন, উপজেলার উন্নয়নে আরও ৭০ কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত এই বরাদ্দ আসছে। যা উপজেলাবাসীর ভাগ্য পরিবর্তন করবে। ইতিমধ্যে ২৪টি রাস্তার উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে।

বরাদ্দ আনতে সাংসদ মোকাব্বির খানের কোনো সহযোগিতা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘এই প্রকল্প আনতে সাংসদ মোকাব্বির খান বাধার সৃষ্টি করেছেন। উপজেলাবাসীর দোয়ায় সব বাধা উপেক্ষা করে এই প্রকল্প আনতে সক্ষম হয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ