গত বছর থেকেই স্টেজ শোয়ে প্রাণ ফিরেছে। একের পর এক কনসার্টে অংশ নিয়েছে ব্যান্ডগুলো। সে ধারা অব্যাহত রয়েছে এখনো। মাঝে রোজার সময় কনসার্ট বন্ধ থাকলেও ঈদের পর থেকে স্টেজে আবার শুরু হয়েছে ব্যস্ততা। আজ থেকে শুরু হচ্ছে মানব পাচার রোধের বার্তা নিয়ে চারটি কনসার্ট। চার জেলায় অনুষ্ঠিত হবে এই কনসার্টগুলো।
বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ‘আশ্বাস’ নামের একটি প্রকল্প পরিচালনা করছে উইনরক ইন্টারন্যাশনাল। দেশের ১৫টি জেলায় এর কার্যক্রম বিস্তৃত। এই প্রকল্পের অংশ হিসেবেই বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার মানব পাচার রোধের বার্তা নিয়ে চারটি কনসার্টের আয়োজন করা হয়েছে।
আজ প্রথম দিন কনসার্ট অনুষ্ঠিত হবে খুলনার হাদিস পার্কে। এতে গান পরিবেশন করবেন চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফরেন্ট টাচ’। এরপর ৭ মে সাতক্ষীরার সরকারি বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় আয়োজন। সেদিন গান পরিবেশন করবেন সন্দীপন ও চন্দনা মজুমদার। এই ধারাবাহিকতায় ১০ মে যশোরের টাউন হল মাঠে কনসার্ট মাতাবেন সন্দীপন ও জলের গান ব্যান্ড। সবশেষ ১৪ মে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচে শেষ কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’ ও ‘মাদল’।