মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার অভিযান পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।
অভিযানে উপজেলার দিঘিরপাড় ও হাসাইল ইউনিয়নের পদ্মা নদী থেকে ১৪ জেলেকে আটক করা হয়। এ সময় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।
আটকদের মধ্যে ১২ জনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছগুলো এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।