হোম > ছাপা সংস্করণ

১০ লাখ টাকার ক্ষতি দাবি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় আগুন লেগে ৫টি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তালা সদরের ব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত থানার সংবাদ দিলে তালার উপপরিদর্শক প্রীতিশ রায় ঘটনাস্থলে পৌঁছে তাঁর নিজ উদ্যোগে তালা-পাইকগাছা সড়ক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারের পানির গাড়ি নিয়ে হাজির হন। এ সময় দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।

অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৪৫ মিনিট পর উক্ত আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই পুড়ে শেষ হয়ে যায় দোকানের মালামাল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র।

স্থানীয় ব্যবসায়ী ইউনুস শেখ জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সবুজ নামে এক ব্যবসায়ী দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবুজ, সাইদুল, সোহাগ, আব্দুর কাদেরসহ ৫ জনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে তালা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেনও ছুটে যান ঘটনাস্থলে। তিনি বলেন, ‘আগুনে দোকান পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে গেল।’

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন লেগে ৫টি দোকান পুড়ে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ