হোম > ছাপা সংস্করণ

স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দোকান কর্মচারী আটক

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অমর সরকার (৩৭) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ব্যবসায়ীর দোকানের কর্মচারী অনিক সরকারকে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১১টা থেকে ৩টার মধ্যে নিজ বাড়ির উঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

অমর সরকার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের রবি ভক্তের ছোট ছেলে। তিনি প্রায় সাত বছর আগে সারপাড় দাসবাড়িতে বাড়ি নির্মাণ করে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করে আসছেন। অমর উপজেলার নারায়ণপুর বাজারে প্রায় ২০ বছর ধরে স্বর্ণের ব্যবসা করেন।

গতকাল এ খবর জানার পর সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দোকানের কর্মচারী অনিককে আটক করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন রাত ৯টার দিকে নিজ দোকানের কর্মচারী অনিককে সঙ্গে নিয়ে ব্যবসার কাজে মতলব বাজারে যান। পরে তিনি তাঁর বোনের বাড়িতে যান বলে বোন মাধুবী ভক্ত জানান। বোনের বাড়ি থেকে রাত ১১টার দিকে কর্মচারীকে সঙ্গে নিয়ে নারায়ণপুর চলে আসেন। এরপরে আর বাড়ি ফেরেননি অমর সরকার। রাত আনুমানিক আড়াইটার দিকে কর্মচারী অনিকের পরিবারের লোকজনকে জানান অমর সরকারের মৃত্যুর ঘটনা।

অমর সরকারের বাবা রবি ভক্ত বলেন, ‘প্রতিদিনের মতো আমি আমার ছেলের জন্য রাতে অপেক্ষা করি। সে রাত ১০টা থেকে ১১টার মধ্যেই বাড়িতে ফিরে আসে। কিন্তু ঘটনার দিন রাত গভীর হলে ছেলে বাড়িতে না আসায় আমি অস্থির হয়ে যাই। আমি আমার বড় ছেলে জীবন ভক্তকে বলি, অমর কেন বাড়িতে আসে না, তাই ফোন করতে বলি। আমার বড় ছেলে জীবন ভক্ত জানায়, তার সঙ্গে অমরের কথা হয়েছে, সে বাড়ি আসবে।’

অমর সরকারের স্ত্রী প্রিয়াংকা সরকার বলেন, ‘তিন থেকে চার দিন আগে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাই। অমরের সঙ্গে আমার মোবাইল ফোনে কথা হয়েছে। আমার ও ছেলেমেয়েদের খোঁজখবর নিয়েছে। ওই দিন আমি মোবাইলে কল দিয়েছিলাম। কিন্তু কল ধরে নাই। আমাদের আড়াই বছরের একটি মেয়ে ও দেড় বছরের পুত্রসন্তান রয়েছে।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘আমরা ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। খুনিরা তাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তবে এ ব্যাপারে পুলিশ ও পিবিআইয়ের পক্ষ থেকে তদন্ত চলছে।’

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দোকানের কর্মচারী অনিককে আটক করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ