পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকারের দ্রব্য মূল্যে বাড়ানোর ক্ষমতা যেমন নেই, তেমনিভাবে কমানোরও ক্ষমতা নাই। তবে সরকারের কিছু কৌশল আছে, সেটা গ্রামেগঞ্জে (টিসিবি) ট্রাকে করে চাল, ডাল, তেল, চিনিসহ দ্রব্যাদি বিক্রি করছি। তবে দ্রব্যমূল্য শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই বেড়েছে। সেটাকে মানতে হবে।
গতকাল শনিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া সুরমা উচ্চবিদ্যালয় ও কলেজে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান, ‘আমাদের সরকারের প্রচেষ্টায় দ্রব্যমূল্যের বৃদ্ধিকে আমরা সহনশীল পর্যায়ে রাখতে পেরেছি। আর তা না হলে দ্রব্যমূল্যের দাম আরও ব্যাপকভাবে বৃদ্ধি পেত। তবে আমরা চাই এটা নেমে আসুক।’
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, জগন্নাথপুরের ইউএনও মো. সাজেদুল ইসলাম, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি ফয়জুর রহমান, পাথারিয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি আলী নেওয়াজ, কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পাথারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল ফয়েজ প্রমুখ।
পরে পরিকল্পনামন্ত্রী পাথারিয়া সুরমা উচ্চবিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।