হোম > ছাপা সংস্করণ

বদলির পরও গোপনে অফিস করার অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বদলির আদেশ উপেক্ষা করে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে পুরোনো কর্মস্থলে এসে গোপনে অফিস করার অভিযোগ উঠেছে বরগুনার বেতাগী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমের বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিনি অফিস করেন।

জানা গেছে, ২৩ মে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বেতাগীতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমকে বান্দরবান জেলার থানচি উপজেলার বদলি করা হয়। ওই প্রজ্ঞাপনে ৩০ মে ২০২২ তারিখের মধ্যে তাঁকে নতুন কর্মস্থল বান্দরবানের থানচি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে বলা হয়। অন্যথায় ৩০ মে ২০২২ তারিখের অপরাহ্ণ থেকে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। কিন্তু আদেশে উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হলেও তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদান করেননি। বরং পুরোনো কর্মস্থলে এসে গোপনে অফিস করছেন।

অফিস করার খবরে গতকাল কার্যালয়ে গিয়ে দেখা গেছে, শাহিনুর বেগমের অফিস কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ। পাশের অন্য একটি রুমে তিনজন মহিলা বসে আছেন। কথা বলার উদ্দেশ্যে তাঁদের কাছে গিয়ে দেখা যায় শাহিনুর বেগম মুখে ওড়না পেঁচিয়ে সাধারণ একটি চেয়ারে বসে অফিসের কাজ করছেন। এ সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েন। স্ট্যান্ড রিলিজের পরও তিনি কীভাবে অফিস করছেন এ বিষয়ে জানতে চাইলে এই প্রতিবেদকের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে বেতাগী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মরত কয়েকজন জানান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগমকে গত ২৩ মে বান্দরবানের থানচিতে বদলি করা হয়। ৩১ মে মঙ্গলবার বরগুনা জেলা অফিস থেকেও তাকে অব্যাহতিপত্রে দেওয়া হয়। তারপরও তিনি কেনো অফিস করছেন তা তাদের অজানা।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, বদলি আদেশে উল্লেখিত সময়সীমার পর কোনো অবস্থাতেই তাঁর অফিস করার সুযোগ নেই। আমি এই বিষয়ে জেলা কর্মকর্তার সঙ্গে কথা বলব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ