কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন শিদলাই ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সিদলাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং শশীদল ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। তিনি বলেন, প্রার্থীর পক্ষে মনোনয়ন দাখিলের সময় বাঁশি মিছিল বের করা হয়। যা ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর ১১ বিধির লঙ্ঘন। এ কারণে আদালত দুই প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।