হোম > ছাপা সংস্করণ

মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কারে অনিয়ম

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের টিনের চালা উড়ে যাওয়ায় মুক্তিযোদ্ধারা এই অভিযোগ করেন। তাঁরা ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানান।

জানা গেছে, মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কারের জন্য ২০১৯-২০২০ অর্থবছরে বরিশাল জেলা পরিষদ থেকে ৬ লাখ টাকা বরাদ্দ হয়। ২০২০ সালের ডিসেম্বরে কাজের উদ্বোধন করা হয়। ঠিকাদার কাজী জুলফিকার নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কারকাজ শুরু করায় মুক্তিযোদ্ধারা বাধা দেন। ফলে দীর্ঘদিনে কাজের অগ্রগতি হয়নি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন খান জানান, বরাদ্দকৃত টাকা দিয়ে ঠিকাদারকে শুধু ছাদ করে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি ছাদ না করে নিম্নমানের ইট সিমেন্ট দিয়ে দেয়াল এবং চিকন অ্যাঙ্গেল (টিনের চালা আটকাতে ব্যবহার করা হয়) ব্যবহার করে চালা দিয়েছেন। ফলে গত শুক্রবার রাতে সামান্য বাতাসে চালা উড়ে গেছে।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযাদ্ধা আব্দুল বারেক সিকদার বলেন, ‘ঠিকাদার সংস্কারের নামে নিম্নমানের টিন এবং অ্যাঙ্গেল ব্যবহার করে চালা দিয়েছেন।’

ঠিকাদার কাজী জুলফিকার বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংস্কারের শিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে। ভবনের তৃতীয় তলায় ১টি চালা দেওয়ার বরাদ্দ থাকলেও মুক্তিযোদ্ধাদের অনুরোধে ২টি চালা দিয়ে সংস্কার কাজ করেছি। ঝড়ে চালা উড়ে যাওয়ার সংবাদ পেয়ে পুনঃসংস্কারের জন্য লোক পাঠিয়েছি। কিন্তু মুক্তিযোদ্ধাদের বাধার মুখে কাজ করা সম্ভব হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক নূর মোহাম্মদ হোসাইন জানান, ভবনের চালা উড়ে যাওয়ার বিষয়ে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন। একজন প্রকৌশলী পাঠিযে চালা উড়ে যাওয়ার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ