হোম > ছাপা সংস্করণ

কিশোরীকে আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ১

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার সকালে ওই কিশোরীকে অপহরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় আবুল কালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

জগন্নাথপুর এলাকার সামাট গ্রাম থেকে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি শান্তিগঞ্জের জয়কলস গ্রামে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কিশোরী আরবি পড়ার জন্য স্থানীয় মক্তবে যাচ্ছিল। পথে তাঁর স্ত্রীর সহযোগিতায় আবুল কালাম তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে তাকে জগন্নাথপুর এলাকার একটি ঘরে আটকে রেখে আবুল কালাম ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। থানার এসআই এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমদাদুল হক বলেন, ‘অপহরণকারী আবুল কালামকে আমরা গ্রেপ্তার করেছি। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী মাফিয়া বেগম ও তাঁদের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, আবুল কালামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ