চট্টগ্রামে শ্লীলতাহানির মিথ্যা মামলা করার অভিযোগে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার ওই নারী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
ওই নারীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন এলাকায়। তিনি ২০২০ সালের আগস্টে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শ্লীলতাহানির মামলা করেছিলেন। ট্রাইব্যুনালের পেশকার কফিল উদ্দিন আজকের পত্রিকাকে এ বিষয়ে নিশ্চিত করেন।
কফিল উদ্দিন এ বিষয়ে বলেন, ট্রাইব্যুনালের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আছিয়ার মামলাটি তদন্ত করে ওই শ্লীলতাহানির ঘটনার সত্যতা পায়নি।