সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পছন্দ, রাজনৈতিক বিশ্বাস, ধর্মীয় ভাবনা প্রকাশ করে থাকেন অনেকেই। ব্যবহারকারীদের এমন আরও তথ্য নিয়ে বিজ্ঞাপন প্রচার করে থাকেন বিজ্ঞাপনদাতারা। এতে করে বর্ণবাদ এবং লিঙ্গবৈষম্যের মানসিকতা বেড়ে যায়। এবার তাই এমন টার্গেটিং বা কোনো ব্যবহারকারীকে উদ্দেশ করে দেওয়া বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম জানিয়েছে, আগামী জানুয়ারি থেকে এ-সংক্রান্ত সব তথ্য মুছে ফেলে এমন বিজ্ঞাপন নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করা হবে। বিজ্ঞাপন থেকে ৯৮ শতাংশ আয় আসে মেটার। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মাড বলেন, ফেসবুক সবচেয়ে নিরাপদ উপায়ে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপনদাতাদের পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে।