কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পৃথক অভিযানে উপজেলার পুলেরঘাট ও বুরুলিয়া বাজার মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পাকুন্দিয়া থানার আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন, কটিয়াদী উপজেলার প্যারাকান্দি গ্রামের বাসিন্দা এমকে হাসান মাসুদ ও পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া গ্রামের বাসিন্দা মেনু মিয়া। এ সময় তাঁদের কাছ থেকে ২০টি ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আসাদুজ্জমান টিটু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের পুলেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০টি ইয়াবাসহ এমকে হাসান মাসুদকে আটক করা হয়। অপর দিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুলিয়া বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মেনু মিয়াকে আটক করা হয়। তাঁদের আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।