আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তালেবানকে নাকানিচুবানি খাওয়াচ্ছে ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) নামের একটি সংগঠন। তাদের হামলায় ৩ মাসে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন। সংগঠনটির ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহার প্রদেশে গত সোমবার মধ্যরাতে অভিযান চালিয়েছে তালেবান।
এএফপি জানায়, এতে অন্তত ৪ আইএস-কে সদস্য নিহত এবং ১০ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় ৩ জন সাধারণ মানুষও নিহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
গত মাসে কান্দাহারের একটি শিয়া মসজিদে আইএস-কের হামলায় অন্তত ৬০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এ ঘটনার সপ্তাহখানেক আগে কুন্দুজ প্রদেশে আরেকটি শিয়া মসজিদে সংগঠনটির একই ধরনের হামলায় ৬০ জনের বেশি প্রাণ হারান। চলতি মাসের শুরুতে দেশটির সামরিক হাসপাতালে হামলা চালিয়ে অন্তত ১৯ জনকে হত্যা করেন সংগঠনটির সদস্যরা।