ব্রাহ্মণপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম আনোয়ারা বেগম ওরফে আনু। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মীর সিরাজুল ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আনোয়ারা বেগম একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি পলাতক ছিলেন। তাঁকে গতকাল সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।