হোম > ছাপা সংস্করণ

থানচিতে পাথর ভাঙার মেশিন ধ্বংস

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানে থানচিতে অভিযান চালিয়ে পাথর ভাঙার সরঞ্জাম আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে বিপুল পরিমাণ ভাঙা ও বোল্ডার পাথর জব্দ করা হয়েছে। গোপন সংবাদে ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উপজেলার বলিপাড়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডে মেনরোয়া ম্রো ও হৈতং খুমীপাড়া পর্যটন কেন্দ্রের শিলাঝিরি এলাকায় ওই অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ভূমি রাহুল চন্দ এই অভিযান চালান।

জানা গেছে, গত বছর একই সময়ের ৩টি পাথর ভাঙা মেশিন পুড়িয়ে দিয়ে ছিল প্রশাসন। সে সময় বিপুল পরিমাণ পাথর জব্দ করে ৩৬১ নম্বর থাইক্ষ্য মৌজা হেডম্যান ও আওয়ামী লীগ নেতা মংপ্রু মারমা জিম্মায় রাখা হয়ে ছিল। তবে পাথর খেকোরা প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সুবাদে চলতি বছরে জানুয়ারি থেকে মেনরোয়া পাড়ায় পর্যটন কেন্দ্র শিলা ঝিরি খুঁড়ে পাথর তুলে ভাঙা শুরু করেন। আওয়ামী লীগের নেতা ইসলাম, যুবলীগের নেতা ও ওয়ার্ড সদস্য উচনু মারমা এর সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্র জানা গেছে।

হেডম্যান মংপ্রু জানান, ‘গত বছরে জব্দ করা পাথর অস্থানে পাচার করে দিয়েছে প্রভাবশালীরা। এ বছরও লাখ লাখ ঘনফুট পাথর উত্তোলন শুরু করলে প্রশাসনকে জানাতে বাধ্য হয়েছি।’

সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘জব্দ সব পাথর হেডম্যান মংপ্রু মারমা জিম্মায় রেখেছি, হারিয়ে গেলে তিনি দায়ী হবেন। আগামী বর্ষায় পাথরগুলো শিলাঝিরিতে ফেলা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ