কাউনিয়ায় সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ না করে শিশু শিক্ষার্থীদের পাঠদানের ঘটনায় পাঠোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক ক্ষমা প্রার্থনা করেছেন।
এ বিষয়ে কৈফিয়ত তলব করা হলে প্রধান শিক্ষক দোষ স্বীকার করে গত মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিতভাবে এই ক্ষমা প্রার্থনা করেন।
লিখিত জবাবে প্রধান শিক্ষক বলেন, গত রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পাটোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনকালে যে ত্রুটিগুলো পেয়েছেন তা সঠিক।
স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং বিদ্যালয় ভবন অপরিষ্কার রাখার কারণে গত রোববার প্রধান শিক্ষকের কৈফিয়ত তলব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এতে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার গতকাল বুধবার বলেন, গত মঙ্গলবার বিকেলে প্রধান শিক্ষক মোজাম্মেল হক কৈফিয়তের লিখিত জবাব জমা দিয়েছেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে জন্য প্রধান শিক্ষককে সতর্ক করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়টি প্রতিদিন মনিটরিং করা হচ্ছে।