সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ বরিশাল জেলা কমিটির এ মানববন্ধনের আয়োজন করে। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, সম্প্রীতি বিনষ্টের চেষ্টার মধ্য দিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। এ সময় সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তদন্ত করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান তাঁরা। সংগঠনের সভাপতি কাজল ঘোষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ প্রমুখ।