নরসিংদীর রায়পুরায় গত মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে রাজ্জাক নামের এক কৃষককে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার মরজাল গ্রামের খাঁ বাড়ির বাসিন্দা।
রাজ্জাকের পরিবারের সদস্যরা বলছেন, তুলে নিয়ে যাওয়ার পর থেকে রাজ্জাকের কোনো খোঁজ না পেয়ে তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা নেওয়া হয়নি। পরে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন রাজ্জাকের বড় ভাই নায়েব খান।
লিখিত বক্তব্যে নায়েব খান বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে পুলিশের লোক পরিচয় দিয়ে একদল লোক ঘর থেকে রাজ্জাককে ডেকে নিয়ে যান। পরদিন সকালে স্বজনেরা রায়পুরা থানায় গেলে পুলিশ এ বিষয়ে কিছুই জানে না বলে জানানো হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পিবিআইয়ে খোঁজ নিয়ে তাঁর সন্ধান পাওয়া যায়নি। এরপর থানায় জিডি করতে গেলে পুলিশ অন্যত্র খোঁজ নেওয়ার পরামর্শ দেয়। এই অবস্থায় সাংবাদিকদের মাধ্যমে আমার ভাইকে দ্রুত ফিরে পেতে স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানাই।’
জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরাও খোঁজ নেওয়া শুরু করেছি এবং বিষয়টি দ্রুত খতিয়ে দেখছি।’