হোম > ছাপা সংস্করণ

মাদকমুক্ত সমাজ গড়তে মধুপুরে সুধী সমাবেশ

মধুপুর প্রতিনিধি

‘যে মুখে বলি মা, সে মুখে মাদক না’ এই স্লোগানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মধুপুরে। গতকাল শনিবার দুপুরে অরণখোলা পুলিশ ফাঁড়ি চত্বরে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি, জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রধানদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মধুপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাযহারুল আনোয়ারকে সংবর্ধনা দেওয়া হয়।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সাত্তার। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন থানার নবাগত ওসি মোহাম্মদ মাজহারুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ পরিদর্শক তদন্ত মুরাদ হোসেন, উপপরিদর্শক রেজাউল করিম, বেরীবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন, ফুলবাগচালা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম বেনু, কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার প্রমুখ।

বক্তারা বলেন মাদকের ভয়াবহতা যুব সমাজ ও পুরো পরিবার ধ্বংস করে দায়ে। সম্মিলিত প্রচেষ্টা থাকলে মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।

এ সময় অরণখোলা পুলিশ ফাঁড়ি ও এলাকাবাসীর পক্ষ থেকে মধুপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিনকে বরণ করে নেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ