বিনোদন প্রতিবেদক
ভাবনা অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় গেয়েছিলেন মমতাজ। ‘ফিরব না আর ঘরে’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়। এবার ভাবনা অভিনীত নতুন সিনেমা ‘দামপাড়া’-য় গাইলেন মমতাজ। গত রোববার রাতে রাজধানীর নিকেতনে গানটির রেকর্ডিংয়ে অংশ নেন তিনি।
গানের শিরোনাম ‘নাই কোথাও তুমি নাই’। গানটি লিখেছেন আনন জামান, সুর করেছেন ইমন চৌধুরী। রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে গিয়েছিলেন ভাবনা। এই অভিনেত্রী বলেন, ‘আমার অভিনীত সিনেমায় মমতাজ আপার গান থাকা মানেই আমি সৌভাগ্যবতী। তাঁর গান আমার জন্য আশীর্বাদ।’