নাটোরের গুরুদাসপুরে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া ৫০টি বক অবমুক্ত করা হয়েছে।
উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশকর্মীরা গতকাল সোমবার বকগুলো অবমুক্ত করেন। এর আগে সোমবার ভোরে উপজেলার খুবজীপুর, কালাকান্দর ও যোগেন্দ্রনগর মাঠে অভিযান চালিয়ে বকগুলো উদ্ধার করেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পরিবেশকর্মী সাদেক হোসেন ও মনির হোসেন।
এ সময় পাখি ধরার চারটি ফাঁদ (কিল্লাঘর) ধ্বংস করা হয়। চারটি শিকারি বক উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
ইউএনও মো. তমাল হোসেন বলেন, ‘পাখি শিকার বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষে প্রচার চালানো হচ্ছে। কিছু অসাধু শিকারি এখন বক শিকার করছেন। তাঁদের ধরতে প্রশাসন ততপর রয়েছে।’