হোম > ছাপা সংস্করণ

দুর্গাপুরে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সামছুল মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের একটি গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এর আগে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে স্থানীয় একটি মাঠে খেলাধুলা করছিল শিশুটি। এমন সময় পার্শ্ববর্তী গ্রামের সামছুল মিয়া (৬০) শিশুটিকে ডেকে বলেন তোমার বাবা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, সেখানে তোমাকে নিয়ে যেতে বলছে আমাকে। এ কথা শুনে শিশুটি তাঁর সঙ্গে যায়। পরে শিশুটি ওই জায়গায় তার বাবাকে না পেয়ে বাসায় আসতে চাইলে সামছুল তাকে আটকে ধর্ষণ করেন।

এদিকে সন্ধ্যার দিকে শিশুটি বাড়ি না ফেরায় তার পরিবার তাকে খুঁজতে শুরু করে। পথিমধ্যে শিশুটিকে কান্না করতে করতে বাড়ির দিকে আসতে দেখে তার পরিবার। কান্নার কারণ জিজ্ঞেস করলে সে সবকিছু বলতে থাকে এবং একপর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে যায়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে শিশুটির পরিবার সোমবার দুপুরে থানায় একটি অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সামছুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ