হোম > ছাপা সংস্করণ

স্ত্রীর মামলায় আটক সওজ প্রকৌশলী

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় ঝিনাইদহ র‍্যাবের হাতে আটক হয়েছেন মাগুরা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আহসানুল কবির টিটো। গত মঙ্গলবার বিকেলে র‍্যাব তাঁকে মাগুরা থেকে আটক করে।

টিটো শৈলকুপা উপজেলার কোর্টপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী শাহানাজ পারভিন শৈলকুপা থানায় যৌতুকের দাবিতে নির্যাতন করার অভিযোগ এনে মামলাটি করেন।

পুলিশ জানায়, প্রকৌশলী আহসানুল কবির টিটুর সঙ্গে আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে শাহানাজ পারভীনের বিয়ে হয়। ১০ বছর সংসার জীবনে তাঁদের ২টি সন্তান রয়েছে।

গত ৩০ অক্টোবর স্ত্রীকে যৌতুকের টাকার জন্য মারধর করে ঘরে আটকে রাখেন টিটু। হাসপাতালেও যেতে দেয় না তাঁকে। এ ঘটনায় শাহানাজ পারভিন বাদী হয়ে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (গ) ধারায় মামলা করেন।

মামলার পর থেকে আহসানুল কবির টিটো পলাতক ছিলেন। আটকের পর র‍্যাব তাঁকে শৈলকুপা থানায় হস্তান্তর করে। গত বুধবার টিটোকে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেপ্তারের আগে প্রকৌশলী টিটো বলেছিলেন, তাঁর স্ত্রীর মামলাটি সাজানো। গত ২৬ অক্টোবর স্ত্রী শাহনাজ পারভিনকে তিনি তালাক দিয়েছেন। ফলে ৩০ অক্টোবর যৌতুকের জন্য স্ত্রীকে মারধর অবান্তর।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ