হোম > ছাপা সংস্করণ

নির্বাচনী বিধি ভেঙে প্রচার সাংসদের

পাবনা প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রার্থীর পক্ষে সমাবেশ করার অভিযোগ উঠেছে পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতীকের প্রার্থী রইস উদ্দিন খানের পক্ষে এক পথসভায় অংশ নেন সাংসদ।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারের সুবিধাভোগী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন না বা অংশ নিতে পারবেন না। অথচ নির্বাচনী আচরণবিধি ভেঙে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স এক পথ সভায় নৌকা প্রতীকের প্রার্থী রইস উদ্দিন খানকে বিজয়ী করার আহবান জানিয়ে বক্তব্য দেন। তিনি এ সময় বলেন, ‘হিংসা-বিদ্বেষ না ভুলে দলের সবাইকে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সভায় সাংসদ আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই।’

ওই পথ সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পাবনা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধিতে উল্লেখ আছে, সরকারের সুবিধাভোগী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালাতে পারবেন না বা অংশ নিতে পারবেন না। এ ক্ষেত্রে পাবনা সদর আসনের সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাইনি। আপনার কাছে জানলাম। খোঁজ নিয়ে দেখছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ