শীতের প্রকোপ শেষে স্বরূপে ফিরেছে চৈত্র। চৈত্রের প্রথম সপ্তাহেই প্রখর খরতাপে পুড়ছে সিলেট। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। কয়েক দিন থেকে সিলেটে চলছে মৃদু দাবদাহ।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের মধ্যে শুধু সিলেটেই চলছে মৃদু দাবদাহ। গত বৃহস্পতিবার সিলেটে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দিনের মতো মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত সোমবারও সিলেটে একই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ২০১৫ সালের মার্চ মাসে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী মার্চ মাসে সিলেটে তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়নি। আরও দুই-তিন দিন এই ধারা চলতে পারে। তারপর তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর আগামী ২৪ মার্চ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানায়, মার্চ মাসের মাঝামাঝি অর্থাৎ চৈত্র মাসের শুরুতেও সিলেটে হালকা শীত পড়ত। তবে কয়েক দিন ধরে চৈত্র মাস স্বরূপ ধারণ করেছে। গত বৃহস্পতিবার সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বুধবার ৩৬ দশমিক ৮ ডিগ্রি ও মঙ্গলবার ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তা ছাড়া বৃহস্পতিবারের মতো গত সোমবারও সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি ছিল গত ছয় বছরের মধ্যে মার্চ মাসের সর্বোচ্চ তাপমাত্রা।