হোম > ছাপা সংস্করণ

ভাবমূর্তি নষ্ট করায় মুরাদের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার ও দলের ভাবমূর্তি নষ্ট করায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সরকারি কর্মচারী ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা যখন অশোভন আচরণ, অশ্লীল কথাবার্তা বলে বেড়ান, তখন দেশের নারী নেত্রীরা এত সোচ্চার হন না। বিএনপিও তাঁদের সেসব নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।’

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য ইশরাক হোসেন ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য শোনার পরও বিএনপি তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তখন বিএনপির কাউকে বিবৃতি দিতে দেখি নাই। সরকারি দলের কেউ এমন আচরণ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই স্বাভাবিক। কিন্তু তাদের (বিএনপি) ক্ষেত্রে সবাই কেন নিশ্চুপ ছিলেন এটাই আমার প্রশ্ন।’

সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘তারুণ্যের তর্জনী’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজয়ী ১০০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর ‘দিগন্ত আলোক রেখা’ শিরোনামের একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ