জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ মারা যাননি। জেলায় করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৫৯ জন।
গতকাল বুধবার জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরসহ ৫৯টি নমুনার রিপোর্ট এসেছে। ফলাফলে করোনা আক্রান্ত হয়েছেন একজন। একই সময়ে করোনা থেকে সুস্থও হয়েছেন একজন। আক্রান্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।