হোম > ছাপা সংস্করণ

সেখ, বেগ ও তিন সুপারিশ

সম্পাদকীয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় একজন নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হবে। নতুন ভিসি পদে নিয়োগ পাওয়ার জন্য গোপনে নয়, প্রকাশ্যেইশুরু হয়েছে দৌড়ঝাঁপ। এ বিষয়ে রোববার ‘আজকের পত্রিকা’য় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ‘একজনের জন্য সুপারিশ তিন মন্ত্রী-এমপির’ শিরোনামে প্রকাশিত খবরের সংক্ষিপ্তসার হলো: রুয়েটে ভিসির দৌড়ে আছেন ৯ জন অধ্যাপক, চেষ্টা করছেন বিতর্কিতরাও এবং তিন মন্ত্রী-এমপির সুপারিশের ভাষা একই।

এবার একটু বিস্তারিত খবরে যাওয়া যাক, ৩০ জুলাই রুয়েটের ভিসি ড. রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষ হয়েছে। ড. সাজ্জাদ হোসেনকে সাময়িক ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই নতুন ভিসির নিয়োগ দেবে সরকার। সে জন্যই আগ্রহীরা তৎপর হয়ে উঠেছেন ওই পদে নিয়োগ পাওয়ার জন্য। সদ্য সাবেক ভিসি ড. রফিকুল ইসলাম সেখ এবং আরেক সাবেক ভিসি ড. রফিকুল ইসলাম বেগ ছাড়াও আরও কয়েকজন শিক্ষক ভিসি হওয়ার জন্য নানা উপায়ে চেষ্টা-তদবির করছেন। আশা করা যায়, তাঁদের মধ্য থেকেই একজন নিয়োগ পাবেন।
একটি প্রশ্ন এখানে করা যেতে পারে, কোন বিশ্ববিদ্যালয়ের কোন ভিসির মেয়াদ কবে শেষ হবে, সেটা কি শিক্ষা মন্ত্রণালয়ের জানা নেই? জানা থাকলে ৩০ জুলাই মেয়াদ শেষ হওয়ার আগেই রুয়েটে একজন নতুন ভিসির নিয়োগ দেওয়া হলো না কেন? একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদটি কি এতটাই গুরুত্বহীন? উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয় চলতে পারে–এমন ধারণা শিক্ষা মন্ত্রণালয়ের হয় কী করে? অনেক সরকারি কলেজেও অধ্যক্ষ পদ মাসের পর মাস শূন্য থাকে বা আছে বলে শোনা যায়।

এবার দেখা যাক রুয়েটে ভিসির দৌড়ে যাঁরা আছেন, তাঁরা শিক্ষক, তাঁদের অতীত রেকর্ড কেমন। না, শিক্ষক হিসেবে তাঁরা কেমন তার তথ্য প্রকাশিত খবরে না থাকলেও অন্য গুণের কীর্তন আছে। সদ্য সাবেক ভিসি রফিকুল ইসলাম সেখ সম্পর্কে খবরে বলা হয়েছে, তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। ভিসি থাকাকালে অনিয়ম করে আত্মীয়স্বজনকে চাকরি দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। তিনি নিজে অবশ্য আত্মীয়স্বজনদের চাকরি দেওয়াটাকে দোষের মনে করেন না।

আরেক সাবেক ভিসি রফিকুল ইসলাম বেগের বিরুদ্ধেও দুর্নীতি ও আত্মীয়করণের অভিযোগ আছে। একটি প্রকল্পের পরিচালক থাকাকালে ৭ কোটি ১৪ লাখ টাকা নাকি একাই আত্মসাৎ করেছিলেন। এমন ফুলের মতো পবিত্র চরিত্রের ব্যক্তিরা ভিসি পদে নিয়োগ পান কোন বিবেচনা থেকে?

নীরেন্দ্রনাথ মুস্তফী নামের একজন শিক্ষকের জন্য শিক্ষামন্ত্রীর কাছে একই ভাষায় সুপারিশ করেছেন একজন মন্ত্রী ও দুজন সংসদ সদস্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য রাজনৈতিক নেতাদের কাছে ধরনা দেওয়া তো হয় এ জন্যই যে উপাচার্য নিয়োগ দেওয়া হয় এখন রাজনৈতিক বিবেচনা থেকেই। এটা কি বন্ধ হওয়ার কোনো উপায় নেই? রুয়েটের উপাচার্য পদে আমরা একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সৎ মানুষকেই দেখতে চাই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ