হোম > ছাপা সংস্করণ

প্রচারে যেতে বারণ করায় স্বামীকে প্রহার

কাউনিয়া ও গঙ্গাচড়া প্রতিনিধি

নির্বাচনী প্রচারে যেতে স্ত্রীকে বারণ করায় এক যুবক শ্বশুরের প্রহারে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হারাগাছ পৌর এলাকার সারাঙ্গপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

আহত সুমন মিয়া রংপুর মহানগরীর বধূকমলা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী কাজলী বেগম সারাঙ্গপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

সুমন জানান, সম্প্রতি কাজলী বাবার বাড়িতে থাকার সময় সারাই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মুকুল মিয়ার নির্বাচনী প্রচারে যায়। এ নিয়ে গত বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে কাজলী আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি ইদ্রিস আলী জানতে পেরে মেয়েকে নিয়ে হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সুমন পরদিন স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলে শ্বশুর ইদ্রিস ও তাঁর লোকজন তাঁকে লাঞ্ছিত করে তাড়িয়ে দেন। একই দিন বিকেলে হারাগাছ কলেজ মার্কেটে সুমনকে বেদম মারধর করা হয়। পরে তাঁকেও হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সুমনের মা ফজিলা বেগম জানান, নববধূ কাজলী কারণে-অকারণে অহেতুক উত্তেজিত হয়ে কয়েকবার আত্মহত্যার হুমকি দিয়েছে।

এ বিষয়ে কাজলীর মা রোকসানা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে নির্বাচনী প্রচারণায় নিয়ে গিয়েছিলাম। এ জন্য তার স্বামীর অনুমতি নিব কেন?’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ