হোম > ছাপা সংস্করণ

সরকারি পাঠ্যবই মিলল বাজারের দোকানে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরবরাহ করা সরকারি বই কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বিদ্যালয়ের অফিস সহকারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বইগুলো জব্দ করা হয় এবং অভিযুক্তদের আটক করা হয়।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা করেন।

এতে তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন, পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. শহিদুল ইসলাম খান, দশমিনা উপজেলার বেতাগী এলাকার আবদুল মজিদ চৌকিদার ও মিলন মিয়া।

গলাচিপা থানার উপপরিদর্শক মোক্তার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে পাতাবুনিয়া এলাকার ধলু ফকিরের বাজারের মিলন মিয়ার দোকান থেকে ৫০০ কেজি সরকারি বই উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলামকে আটক করে গলাচিপা থানায় নিয়ে যাওয়া হয়।

এ সময় দোকানের কর্মচারী আবদুল মজিদকেও আটক করে পুলিশ। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে সরকারি বই কালোবাজারে বিক্রির অভিযোগে মামলা করেন।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সরকারি (সম্পদ) বই বিক্রির অভিযোগে উপজেলা শিক্ষা কর্মকর্তার করা মামলায় শহিদুল ও আব্দুল মজিদ চৌকিদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ