৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন ২০২২ সালের মাধ্যমিক (এসএসসি ও সমমান) পরীক্ষার্থীরা। গতকাল রোববার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন মাদ্রাসা ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় তারা উপজেলা শিক্ষা অফিস, শিবগঞ্জ থানা ও ডাকবাংলো চত্বরে ঘুরে বিক্ষোভ ও মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত ছিল শিবগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়, বালিয়াদীঘি উচ্চবিদ্যালয়, চাতরা উচ্চবিদ্যালয়, চককীত্তি উচ্চবিদ্যালয়, চাঁদপুর দাখিল মাদ্রাসা ও ধোবড়া উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মোহাম্মদ আলী নামের এক শিক্ষার্থী জানায়, মহামারি করোনাভাইরাসের কারণে ২০২২ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থীরা তেমন কোনো পড়ার সুযোগ পায়নি। ইতিমধ্যে শিক্ষা বোর্ড ৩০ শতাংশ সিলেবাস কমিয়েছে। এত কম সময়ে তাদের পক্ষে বাকি ৭০ শতাংশ সিলেবাস পড়ে শেষ করা সম্ভব নয়।
মোহাম্মদ আলী আরও জানায়, ৪০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশ সিলেবাসে পরীক্ষা নেওয়ার দাবি তাদের। তাই তারা সিলেবাস কমানোর দাবিতে মানববন্ধন করছে।