হোম > ছাপা সংস্করণ

ঋণ দিতে ঘুষ দাবির অভিযোগ

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামে আশা এনজিওর চিওড়া শাখার ম্যানেজার শহিদুল আলমের বিরুদ্ধে ঋণ দেওয়ার জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার চিওড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এনজিওর প্রশাসনিক কর্মকর্তা কাছে নাসিম আকতার নামে এক গ্রাহক লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে নাসিমা উল্লেখ করেন, তিনি দীর্ঘ ২০ বছর ধরে আশার চিওড়া শাখার নিয়মিত সদস্য। দীর্ঘদিন যাবৎ ওই শাখা থেকে ঋণ গ্রহণ ও পরিশোধ করে আসছেন। গত সেপ্টেম্বরে তিনি ৩ লাখ টাকা ঋণের প্রস্তাব করেন। এ সময় তিনি ঋণ পেতে যাবতীয় কাগজ-পত্র ও তথ্যাদি শাখা ম্যানেজার শহিদুল রহমানের কাছে জমা দেন। ম্যানেজার তাঁকে ঋণ দেবো-দিচ্ছি বলে সময় ক্ষেপণ করেন। গত শনিবার নাসিমা ঋণের টাকা আনতে সংস্থাটির কার্যালয়ে যান। এ সময় ম্যানেজার শহীদুল আলম তাঁকে ঋণ পেতে হলে ২০ হাজার টাকা দিতে হবে বলে জানান। এ সময় নাসিমা প্রতিবাদ করলে ২০ হাজার টাকা না দিলে তাঁকে ঋণ দেবে না বলে জানিয়ে দেন।

এ ব্যাপারে ম্যানেজার শহীদুল আলম বলেন, ‘নাসিমা সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেন। এনজিওর নিয়ম অনুযায়ী কোনো সদস্য যদি রাজনৈতিক বা জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেন, তাহলে তাঁকে ঋণ দেওয়া হয় না। আর ঘুষের প্রস্তাবের বিষয়টি তিনি প্রমাণ করতে পারলে ধরে নেবেন আমি ওই প্রস্তাব দিয়েছি। আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে আমি ঘুষের প্রস্তাব দিই নাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ