ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সাহেবাবাদ হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নবনির্বাচিত এক চেয়ারম্যান, আট সাধারণ সদস্য ও তিন সংরক্ষিত নারী সদস্যকে ক্রেস্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়নবাসী।
এতে ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী ও সদস্য মো. ইসমাইল হোসেন, ফরিদ উদ্দিন ভূঁইয়া, খোরশেদ আলম কনু, হুমায়ুন কবির ভূঁইয়া, আলী আজ্জম খান, নুরন্নবী খান, এম এইচ সাদ্দাম হোসেন, সংরক্ষিত নারী সদস্য শিরিনা বেগম, সাবিনা ইয়াসমিন ও খোদেজা বেগমকে এ সংবর্ধনা দেওয়া হয়।
হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মো. এম এইচ ফারুকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন সাহেবাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন, আবু তাহের, সাবেক ইউপি সদস্য মো. শাহ জালাল, ইয়ার খান ভূঁইয়া, জাকির খান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইঞ্জিনিয়ার মো. রাসেল, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও নবনির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন প্রমুখ।