হোম > ছাপা সংস্করণ

২৮ টাকার ইনজেকশন ১০০ টাকা, ফার্মেসিতে তালা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের মেসার্স চন্দন ওষুদের দোকান (ফার্মেসি) মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও ফার্মেসিটি সাত দিনের জন্য সিলগালা করা হয়েছে। ২৮ টাকার জেসোকেইন ইনজেকশন ১০০ টাকায় বিক্রির অপরাধে গতকাল রোববার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা ও সিলগালা করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের রনি বিশ্বাসের স্ত্রী লাবণ্য শেখ গত শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে মেসার্স চন্দন ফার্মেসিতে যান জেসোকেইন ইনজেকশন কিনতে। ইনজেকশনের মূল্য ২৮ টাকা হলেও ফার্মেসির লোকজন দাম রাখেন ১০০ টাকা। লাবণ্য শেখের অভিযোগের ভিত্তিতে গতকাল চন্দন ফার্মেসিতে অভিযান চালিয়ে এর সত্যতা প্রমাণিত হয়। পরে ফার্মেসি মালিক ফরিদ উদ্দিন চন্দনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফার্মেসির নামে লাইসেন্স থাকলেও কোনো ফার্মাসিস্ট না থাকায় ওই ফার্মেসিকে সাত দিনের জন্য সিলগালা করা হয়েছে।

অভিযানের সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ তত্ত্বাবধায়কের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব। নিরাপত্তার দায়িত্বে ছিল চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি টিম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ