ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার কুটি জাজিয়ারা মহাশ্মশানে নানা আয়োজনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হয়। এর আগে গত সোমবার থেকে তৃতীয় বার্ষিকী উদ্যাপন উপলক্ষে শুরু হয় এই মহাযজ্ঞ। গতকাল শেষ দিনে হরিনাম মহাযজ্ঞে হাজারো ভক্তের ঢল নামে।
সিলেটের ভক্ত প্রবর শ্রী যুক্ত রামচরণ দেবনাথের শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু হয় হরিনাম মহাযজ্ঞ। সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে ভক্তবৃন্দের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
মহাযজ্ঞ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য সনাতন সংগীত শিল্পীগোষ্ঠী (সংকীর্তন) পরিবেশন করেন। এদের মধ্যে বরিশাল জেলার গোপাল কৃষ্ণ সম্প্রদায়, নোয়াখালীর সমাধি আশ্রম সম্প্রদায়, বাগেরহাটের শিব শংকর সম্প্রদায়, খুলনার মা ভবতারিণী সম্প্রদায় গোপালগঞ্জের বীণাপানি সম্প্রদায় ও সাতক্ষীরা থেকে আগত নবরত্মা সম্প্রদায় নামা মৃত সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের মহাপ্রসাদ বিতরণ করা হয়।
কুটি জাজিয়ারা মহাশ্মশান পরিচালন কমিটির সভাপতি জীবন মোদক বলেন, ‘বিশ্বশান্তি কল্যাণ, জাতির মঙ্গলকামনা ও বর্তমান চলমান মহামারি থেকে নিরাপদে জীবনধারণসহ সমাজের পাপাচার যেন বন্ধ হয়, ভগবানের কৃপা কামনায় আমাদের এই ক্ষুদ্র আয়োজন। সবার সহযোগিতায় এই মহাযজ্ঞ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’