গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আম্বিয়া আকতার ও জয়িতা সরকারের প্রথম টিকা গ্রহণের মাধ্যমে জেলায় শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল রোববার সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রউফ তালুকদার প্রমুখ।