হোম > ছাপা সংস্করণ

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে আবার ধর্ষণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক গৃহবধূকে  ধর্ষণ করে সেই ভিডিও ধারণের পরে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তুলে নিয়ে আবারও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে ওই গৃহবধূর করা মামলায় গত বৃহস্পতিবার রাতে বাদশা মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার উপজেলার একটি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার ওই গৃহবধূ দুজনকে আসামি করে কসবা থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার হওয়া বাদশা মিয়া ছাড়াও অপর আসামি হলেন আলমগীর মিয়া (২৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে এ দুই ব্যক্তি ওই নারীকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করেন। সেই ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করেন তাঁরা। এরপর থেকে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়াসহ গৃহবধূর স্বামীর বাড়ির লোকজনের হাতে দিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্তরা। এভাবে গৃহবধূকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তাঁরা। গত বুধবার দুপুরে ওই গৃহবধূ তাঁর বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে তাঁকে একা পেয়ে বাদশা মিয়া ও আলমগীর মিয়া সিএনজিচালিত অটোরিকশায় তুলে কুটি-চৌমুহনীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাঁকে একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের পরে তাঁরা পালিয়ে যান।

নির্যাতনের শিকার গৃহবধূর অভিযোগ, বাদশা মিয়া ও আলমগীর তাঁর দাম্পত্যজীবন অতিষ্ঠ করে তুলেছেন। তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ