রংপুরের পীরগাছায় মেয়ে–জামাইয়ের দোকানে হামলা চালিয়ে লুটের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার পীরগাছা থানায় মামলা হয়েছে। এর আগে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার দেউতি বাজারের মাহি ট্রেডার্স অ্যান্ড বস্ত্রবিতানে হামলার ওই ঘটনা ঘটে।
হামলার সময় দোকানে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও চার লাখ টাকার মালামাল লুটপাট করা হয় বলে দাবি করছেন ভুক্তভোগী ব্যক্তি।
অভিযোগে জানা গেছে, উপজেলার পারুল ইউনিয়নের তালুক পারুল গ্রামের খলিলুর রহমান ২০১৮ সালে পার্শ্ববর্তী বিরাহীম গ্রামের আব্দুল জব্বারের মেয়ে স্বপ্না বেগমকে বিয়ে করেন। খলিলুর রহমান স্থানীয় দেউতি বাজারে কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলের। সম্প্রতি খলিলুর রহমানের শ্বশুর ও শ্যালকেরা বিভিন্ন অযুহাতে খলিলুরের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেয়। ৬ মাসের মধ্যে ধারের টাকা পরিশোধের কথা ছিল। টাকা না দিয়ে নানাভাবে টালবাহানা শুরু করে। পরে আরও পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ নিয়ে শ্বশুর-জামাইয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এর জের ধরে গত শনিবার সন্ধ্যায় শ্বশুর আব্দুল জব্বার ও তাঁর সঙ্গে থাকা ৮/১০ জন ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে খলিলুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। খলিলুর রহমানকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। দোকানে রাখা নগদ পাঁচ লাখ ২০ হাজার টাকা এবং প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে। পরে স্থানীয়রা খলিলুরকে উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ‘আমার সুখের সংসারে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে আমার শ্বশুর ও তাঁর ভাড়া করা লোকজন।’
পীরগাছা থানার উপপরিদর্শক মোকছেদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।