মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দুই বছর পর চালু হলো অস্ত্রোপচার সেবা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে সেবাটি চালু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরার নেতৃত্বে গাইনি কনসালট্যান্ট ডা. নাসিমা বেগম, অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট ডা. আফরোজা আক্তার. জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. রতন কৃষ্ণ সাহা, মেডিকেল অফিসার সার্জারি ডা. শিহাব আল মশিউর, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাইফুল হক, ওটি ইনচার্জ সোনিয়া খানম, ওয়ার্ড ইনচার্জ আফসানা আক্তার, সিনিয়র স্টাফ নার্স ফারহানা প্রসূতি অস্ত্রোপচার করেন। সিজারিয়ান অপারেশন হওয়া প্রসূতির বাড়ি উপজেলার কাকালদী গ্রামে। পরে মা ও নবজাতক শিশুকে উপহারসামগ্রী দেওয়া হয়।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চার শতাধিক রোগীকে প্রতিদিন সেবা দেন। কিন্তু হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ থাকার পরও শুধু অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে প্রায় দুই বছর বন্ধ থাকে অস্ত্রোপচার সেবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত প্রায় দুই বছর আগে অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মহিউদ্দিন সুমন পদোন্নতি পেয়ে অন্যত্র যোগদান করেন। এরপর থেকে এই পদটি শূন্য ছিল।
এ ছাড়া একজন অস্ত্রোপচার চিকিৎসক পদোন্নতি পেয়ে চলে যান। এরপর থেকে গত এক বছর পদটিও শূন্য ছিল। এখন এ দুটি পদেই চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, আমরা প্রায় দুই বছর পর অস্ত্রোপচার চালু করেছি। সবকিছু ঠিক থাকলে এই সেবা অব্যাহত থাকবে।