হোম > ছাপা সংস্করণ

জুড়ী থানার নতুন ভবন উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গতকাল শনিবার মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন। এ সময় তিনি বলেন, ৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত জুড়ী থানার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এভাবে প্রত্যেক থানায় পর্যায়ক্রমে আধুনিক ভবন নির্মাণ করা হবে।

মন্ত্রী গতকাল বিকেলে জুড়ী থানা প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পাশাপাশি ‘একটি আধুনিক থানার জন্মকথা’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি। জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পুলিশের অনেক অনেক ঐতিহ্য রয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর আহ্বানে রাজারবাগ পুলিশ একাত্তরে ঘুরে দাঁড়িয়েছিল বলে দেশ স্বাধীন হয়েছে। আজ সেই পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুকে সার্বিক সহায়তা করে যাচ্ছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সাংসদ নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।

থানা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশে অবস্থান করে যাঁরা সাইবার ক্রাইম করছেন, তা আমাদের দৃষ্টি গোচর হচ্ছে। দেশীয় আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এঁদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ