হোম > ছাপা সংস্করণ

চার ভাইসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

যশোর প্রতিনিধি

যশোর শহরের পুরাতন কসবা এলাকার কোরবান আলী পচা হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।

এতে চার ভাইসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত রোববার যশোরের আদালতে এই অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযুক্ত আসামিরা হলেন কাজীপাড়ার এলাকার আমিরুল ইসলাম, খোলাডাঙ্গার সরদার পাড়ার সিরাজুল ইসলাম ওরফে চন্টু মিয়ার চার ছেলে রোকন হাসান ওরফে রনি, পিয়ারুজ্জামান ওরফে পিরু, মেহেদী ওরফে রানা, মনির হোসেন ওরফে মিরু, একই এলাকার রিচার্ড বিশ্বাস ও সজলপুর গ্রামের অপু। চার্জশিটে অপুকে পলাতক ও অপর ছয় আসামিকে আটক দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম আদালতে এ চার্জশিট জমা দেন।

মামলার তদন্তে উঠে আসে, নিহত কোরবান আলীসহ অন্য আসামিরা একসঙ্গে চলাফেরা করতেন। আসামি রিচার্ড বিশ্বাস ও হোসেন নামের আরেকজন বেগম মিলের সামনে ডা. সুসান্তের বাড়ির রক্ষণাবেক্ষণের কাজ করতেন। ঘটনার এক মাস আগে রিচার্ড বিশ্বাসের সঙ্গে হোসেনের গাছ বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে গোলযোগ বাঁধে। এ ঘটনায় রিচার্ড বিশ্বাস মারধর করেন হোসেনকে। হোসেন বিষয়টি নিয়ে পচা ও আরেক আসামি পিরুর কাছে নালিশ করেন। এর কয়েক দিনের মাথায় ডাক্তার সুশান্ত বিশ্বাস একটি জমি রিচার্ড বিশ্বাসকে দানপত্র দলিল করে দেন। এ ঘটনা জানতে পেরে পচা ও পিরু একসঙ্গে হয়ে রিচার্ড বিশ্বাসের কাছে চাঁদা দাবি করেন।

এর মধ্যে রিচার্ড বিশ্বাস ও হোসেনের মধ্যে বাদানুবাদ মিটে যায়। এর পর এসব বিষয় নিয়ে পচা ও পিরু একে অপরকে দোষারোপ শুরু করেন। একপর্যায়ে গত বছরের ৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পচার সঙ্গে আসামি পিরু ও আমিরুলের কথা-কাটাকাটি হয়। পচা ওই দুজনকে মারতে উদ্যত হন। স্থানীয়রা এসে তাঁদের ঠেকান। এরপরই ১০ ফেব্রুয়ারি সকালে রিচার্ডকে ডেকে সবাই একত্রিত হয়ে পচাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী আমিরুল ইসলাম, রনি, অপু, রিচার্ড বিশ্বাস, পিরু, মিরুসহ অন্যরাও ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করেন। গত বছরের ২১ ফেব্রুয়ারি সকালে কোরবান আলী পচা হাসপাতালে মারা যান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ