কক্সবাজারের পেকুয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন একই এলাকার মো. ফরিদ (৭০), তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৬০) ও ছেলে মো. আজম (৩০)। তাঁরা বর্তমানে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মো. ফরিদ বলেন, ‘বাড়ির পাশে মাদক সেবন ও জুয়া খেলার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছেন সাগরপাড়া এলাকার কফিল, ইসফাত, মো. কালাম, মিজান, ইউসুফ আবছার, ইমন, রানা, মনিরসহ কয়েকজন।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন কফিল, ইসফাত, মো. কালাম, ইউসুফ আবছার, ইমন, রানা ও মনির। তাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’