হোম > ছাপা সংস্করণ

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলল অস্ট্রেলিয়া উন্মুক্ত হলো থাইল্যান্ড

রয়টার্স, সিডনি ও ব্যাংকক

করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে দেশে থাকা স্বজনদের সঙ্গে দীর্ঘদিন দেখা নেই। ভিডিও কলে কথা বললেও জড়িয়ে ধরার আবেগ কি আর তাতে মিটে? এবার সে সুযোগ পেল অস্ট্রেলিয়ার নাগরিকেরা। প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর গতকাল সোমবার খুলে দেওয়া হয়েছে সীমান্ত। কোয়ারেন্টিন ছাড়াই টিকা নেওয়া ব্যক্তিরা দেশে ফিরতে পারছেন কিংবা বিদেশ ভ্রমণ করতে পারছেন। বিমানবন্দরে তাই আবেগাপ্লুত পরিবেশ।

দীর্ঘদিন পর যাঁরা দেশে এলেন তাঁদের অস্ট্রেলিয়ার চকলেট, বিস্কুট ও ফুল উপহার দেওয়া হয়। দেশে ফেরা ইথান কার্টার বলেন, ‘আমি আমার মাকে দেখতে এসেছি। তিনি খুবই অসুস্থ।’

অন্যদিকে, থাইল্যান্ডের ব্যাংককে দেখা গেল ভিন্ন এক চিত্র। ১৮ মাস পর পর্যটকে সয়লাব দেশটির অন্যতম প্রধান এ শহর। চলতি মৌসুমে ইউরোপে শীত শুরু হয়ে গেছে। প্রতিবছর এমন সময় এশিয়ার অন্যতম প্রধান এ পর্যটন কেন্দ্রে ভিড় লেগেই থাকে। করোনার কারণে গতবছর পর্যটক বঞ্চিত ছিল ব্যাংকক। সংক্রমণ কমে যাওয়ায় ৬০টি দেশের টিকা নেওয়াদের কোয়ারেন্টিন ছাড়াই প্রবেশ করতে দিচ্ছে দেশটি। এ তালিকায় আছে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ।

গতকাল প্রথম পর্যটক হিসেবে ব্যাংককে পা রাখা জার্মান পর্যটক সাইমন রেইথাল বলেন, ‘ইউরোপে এখন অনেক শীত। তাই আমরা ফ্লাইট ধরলাম। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের ফ্লাইটটা সবার আগে এল।’

গতবছর এপ্রিলে করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধ আরোপ করে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। এবার খুলে দেওয়ায় পর্যটন খাত আবার ঘুরে দাঁড়াবে। তবে এখনো পুরোদমে ফ্লাইট চালু হতে অনেক দেরি বলে জানিয়েছে প্রধান বিমান সংস্থাগুলো। কেননা অনেক দেশে পর্যটকদের জন্য বিধিনিষেধ জারি রেখেছে। এ ছাড়াও করোনা একেবারে নির্মূল না হওয়ায় বিদেশ ভ্রমণে বেশ সতর্ক অবস্থানে থাকতে চাইছে সবাই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ