হোম > ছাপা সংস্করণ

মনোনয়নপত্র জমা দিয়েছেন শিল্পী সমিতির প্রার্থীরা

বিনোদন প্রতিবেদন, ঢাকা

বিএফডিসিতে নির্বাচনের উৎসব লেগেছে। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। সেখানে প্রথমবারের মতো সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন অভিনেত্রী নিপুণ। অন্য একটি প্যানেলে লড়বেন বিদায়ী কমিটির সভাপতি অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। গতকাল চূড়ান্ত হয়েছে দুই প্যানেলের প্রার্থীদের তালিকা। জমা পড়েছে মনোনয়নপত্র।

ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে রয়েছেন সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন, সহসভাপতি রিয়াজ ও ডি এ তায়েব, সাধারণ সম্পাদক নিপুণ, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনুর। অন্যান্য পদে লড়বেন নিরব, আরমান, ইমন, আসাদ খান, ফেরদৌস, অমিত হাসান, পরীমণি প্রমুখ।

অন্যদিকে দুইবার দায়িত্বে থাকা মিশা-জায়েদ কমিটিতে এবার যে যে শিল্পী তাঁদের প্যানেলে থাকছেন, তাঁদের নাম প্রকাশ করেছেন। মিশা-জায়েদ প্যানেলে এবার লড়বেন সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর, সাধারণ সম্পাদক পদে জায়েদ খান, সহসভাপতি পদে ডিপজল ও রুবেল। এই প্যানেলের অন্যান্য পদে লড়বেন সুব্রত, জ্যাকি আলমগীর, ফরহাদ, আলিরাজ, বাপ্পারাজ, আলেকজান্ডার বো, মারুফ, আসিফ, জয়, হাসান জাহাঙ্গীর, নাদের খান, অভিনেত্রী অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, শিমলা, মৌসুমী প্রমুখ।

এর আগে নির্বাচনের অন্যতম আলোচিত ঘটনা ঘটেছে গতকাল। বিভিন্ন কারণ দেখিয়ে ১৮৪ জন শিল্পীর ভোটাধিকার স্থগিত করেছিল চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তারপর থেকেই চলছিল আইনি লড়াই। তাঁদের পক্ষে ১৮ জন আদালতে মামলা করেছিলেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) শিল্পীদের পক্ষে সেই মামলার রায় এসেছে বলে জানিয়েছেন মামলার বাদী রমিজ, সাদিয়া মির্জা ও খোকন পাশা।

সমিতির কাছে আদালত জানতে চেয়েছেন, কেন বাতিল হওয়া ভোটার তালিকা অবৈধ হবে না? আদালতের এই রুলকে স্বাগত জানিয়েছে আসন্ন নির্বাচনের ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল।

আরও পড়ুন:

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ