চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া হাইস্কুল ও কলেজের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে এই দোয়ার অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, জ্ঞান চর্চার কোনো বিকল্প নাই। দক্ষতা কাজে লাগিয়ে সবাইকে টিকে থাকতে হবে। জীবনযুদ্ধে টিকে থাকতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজি শরিফুল হাসানের সভাপতিত্বে ও প্রফেসর কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. জাকির হোসেন।
আরও বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, অভিভাবক কামরুজ্জামান সরকার, প্রভাষক ফজিলা পারভীন প্রমুখ।