ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে ৮টি ইউপির ২৭ জন চেয়ারম্যান, ২৯১ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত পদের ৮২ জন সদস্য এতে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
তফসিল অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগামী ৫ জানুয়ারি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে প্রার্থীদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, বিজিপি সরাইল ক্যাম্পের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রাফি আহমেদ যোবায়ের, জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সবার শেষে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান সকল প্রার্থীদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি উপস্থিত সকল প্রার্থীদের এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য শপথ করান।