নির্বাচন কমিশন (ইসি) সহিংসতা এড়ানোতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। চতুর্থ ও পঞ্চম দফায় মাদারীপুরের শিবচর ও রাজৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গত শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘প্রতীক ছাড়া ও প্রতীকসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের গতি কোন ধরনের সেটা লক্ষণীয় বিষয়। এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমি আপনাদের মাধ্যমে রাজনৈতিক দল ও নেতাদের কাছে অনুরোধ করব যে, নির্বাচনে প্রতীকের বিষয়টা নিয়ে তাঁরা একটা গবেষণা করে, সমঝোতা করে বের করে আনবে ভবিষ্যতে নির্বাচনগুলো দলীয় প্রতীকে হবে নাকি দলীয় প্রতীক ছাড়া হবে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘শিবচরের ৫ ইউপির আগামী নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেদিকে গুরুত্ব দিচ্ছি আমরা। সে ব্যাপারে সংশ্লিষ্টরা যেন আগে থেকে তথ্য সংগ্রহ করে রাখেন। যারা চিহ্নিত সন্ত্রাসী আছে, তাদের যেন আগে থেকেই নজরদারিতে রাখা হয়। বহিরাগতদের যেন নজরদারির মধ্যে রাখেন। কোনো অস্ত্রের ব্যবহার যাতে না করতে পারেন কেউ। এ ব্যাপারগুলো নিয়ে আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেছি। তাদের বক্তব্য আমরা শুনেছি। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আমরা বলেছি। সত্যিকার অর্থে আমরা চাচ্ছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ আইনানুগ একটা নির্বাচন।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন উর রশীদ প্রমুখ।