জাপানি মা এরিকো নাকানো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফ দম্পতির বড় মেয়ে জেসমিন মালিকা জাপানে ফিরে যেতে চায়। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে নিজের এমন ইচ্ছার কথা জানায় সে।
জেসমিন বলেছে, ‘আমি জাপানে যেতে চাই। আমাকে বলা হয়েছিল, আমরা আমেরিকায় যাব। কিন্তু আমরা আমেরিকায় যেতে পারব না। দুই বছর থেকে আমরা এখানে আছি। আমাকে ভুল বোঝানো হয়েছিল। আমার মায়ের বিষয়ে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। আমি সব জানতে পেরেছি। আমার স্কুল, আমার সংস্কৃতি, বন্ধুবান্ধবসহ সবকিছু জাপানে। আমি এখানে কীভাবে থাকব, আমি সেখানে যেতে চাই।’
সংবাদ সম্মেলনে জেসমিন মালিকার সঙ্গে তার মা এরিকো নাকানো ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন।