হোম > ছাপা সংস্করণ

প্রতিদিন ব্যবহৃত হচ্ছে ২ কোটি পলিথিন ব্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পলিথিন নিষিদ্ধ হওয়ার পর গত দুই দশকে শুধু রাজধানীতেই প্লাস্টিকবর্জ্য বেড়েছে তিন গুণের বেশি। অথচ প্লাস্টিক-পলিথিনের বিকল্প তৈরিতে নেই কোনো উদ্যোগ। বর্জ্য ব্যবস্থাপনার গলদ ও নগরবাসীর অসচেতনতায় ভয়ংকর পরিণতির পথে এগোচ্ছে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ। তাই পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে ১৭টি পরিবেশবাদী সংগঠন।

গতকাল শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে এক মানববন্ধনে অংশ নিয়ে এসব সংগঠনের নেতা-কর্মীরা এ দাবি জানান। ‘পলিথিন-প্লাস্টিকের ছড়াছড়িতে হুমকির মুখে পরিবেশ ও জনস্বাস্থ্য: পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে চাই কার্যকর উদ্যোগ’ ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্বব্যাংকের এক পরিসংখ্যানের বরাত দিয়ে বলা হয়, ঢাকায় ২০০৫ সালে প্রতিদিন গড়ে ১৭৮ টন প্লাস্টিক উৎপাদিত হতো, সেখানে ২০২০ সালের হিসাব দাঁড়িয়েছে ১৪৬ টনে। রাজধানীসহ সারা দেশে প্রায় ১ হাজার ২০০ কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন হচ্ছে। শুধু ঢাকা শহরে প্রতিদিন ২ কোটির বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। এগুলো ড্রেন, নালা-নর্দমা, ডোবা ইত্যাদি ভরাট হয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা বাড়িয়ে দিচ্ছে।

মানববন্ধনে কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয়। এগুলো হলো পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সক্রিয় ভূমিকা পালন; ব্যবহারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান; পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ ও ঠোঙা ইত্যাদি সহজলভ্য করা; প্লাস্টিক বর্জন, হ্রাস ও পুনর্ব্যবহারের ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি; প্লাস্টিক বর্জন, হ্রাস, পুনর্ব্যবহার ও পুনর্ব্যবহারযোগ্য করার লক্ষ্যে ব্যক্তিগত দায়িত্ব পালনে নাগরিকদের সচেষ্ট হওয়া; প্লাস্টিকদূষণ মোকাবিলায় সরকার, বিশেষ করে স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি করা।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নাসফের সহসম্পাদক হাসিনা আরিফ, আমিনুল ইসলাম টুকু, সুবন্ধন সামাজিক কল্যাণের সভাপতি হাবিবুর রহমান হাবিব, গ্রিন ফোর্সের প্রতিনিধি আহসান হাবিব প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ